ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

বিসিএস (ট্যাকসেশন) নির্বাচন

ভোট গ্রহণ শেষে চলছে গণনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১১, ৩০ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ২০:১২, ৩০ ডিসেম্বর ২০১৭

উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিসিএস (ট্যাকসেশন) অ্যাসোসিয়েশন নির্বাহী পরিষদের ভোট গ্রহণ শেষ হয়েছে। চলছে গণনা। শনিবার রাজধানীর প্যান প্যাসেফিক সোনারগাঁও হোটেলে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

ভোট গ্রহণ  বিকেল সাড়ে ৩টায় শুরু হয়ে সন্ধ্যা ৬টায় শেষ হয়। এবারের  নির্বাচনে  ৪৬ পদের বিপরীতে প্রার্থী ১০১ জন। মোট ভোটারের ৬১৫। গত বৃহস্পতিবার ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। মনোনয়ন সংগ্রহ শেষ হয় ১৭ ডিসেম্বর।

২০১৮-১৯ নির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিন প্রার্থী। এরা হলেন- এনবিআর সদস্য কালিপদ হালদার, কর কমিশনার মো. সেলিম আফজাল ও মো. মেফতাহ উদ্দিন খান।

সহ-সভাপতির তিনটি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাত জন প্রার্থী। এরা হলেন- কর কমিশনার রওশন আরা আক্তার, মোহাম্মদ জাহিদ হাছান, মো. মাহমুদুর রহমান, শাহীন আক্তার, আতিয়ান নাহার, আ জা মু জিয়াউল হক, অতিরিক্ত কর কমিশনার মো. আলী আজগর।

মহাসচিব পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চার প্রার্থী। এরা হলেন- অতিরিক্ত কর কমিশনার মো. আসাদুজ্জামান, মো. নুরুজ্জামান খান, মোহাম্মদ আব্দুস শহীদ কবীর, যুগ্ম কর কমিশনার মোহাম্মদ ফজলে আহাদ কায়ছার।

কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন কর কমিশনার মো. রেজাউল করিম চৌধুরী, অতিরিক্ত কর কমিশনার মঞ্জুমান আরা, যুগ্ম কর কমিশনার সুবর্ণা চৌধুরী ও মো. আবুল বাসার আকন।

যুগ্ম মহাসচিবের দুটি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন চার প্রার্থী। এরা হলেন- অতিরিক্ত কর কমিশনার মো. মুহতাসিবুর রহমান খান, যুগ্ম কর কমিশনার মো. শাব্বির আহমদ, মো. ছায়িদুজ্জামান ভূঞা ও এ জেড এম নূরুজ্জামান।

 

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন যুগ্ম কর কমিশনার মো. জেহাদ উদ্দিন ও উপ-কর কমিশনার মো. মেহেদী হাসান। সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সহকারী কর কমিশনার মো. সাজ্জাদুল ইসলাম মীর, মো. আহসান উল্লাহ রাসেল ও মো. গোলাম কিবরিয়া।

 

ক্রীড়া সম্পাদকের পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন যুগ্ম কর কমিশনার শেখ শামীম বুলবুল ও মো. মনিরুজ্জামান। সহ-ক্রীড়া সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপ-কর কমিশনার মো. মোসাদ্দেক হুসেন ও সজীব কুমার সাহাজী, সহকারী কর কমিশনার মো. আল আমিন, মো. মামুন মিয়া।

গবেষণা সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন যুগ্ম কর কমিশনার ড. মো. নুরুল আমিন, উপ-কর কমিশনার এ কে এম শামসুজ্জামান, নার্গিস আকতার।

সহ-গবেষণা সম্পাদক পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা উপ-কর কমিশনার মো. সাজিদুল ইসলাম, সহকারী কর কমিশনার মো. মিজানুর রহমান ও মো. নাজমুল হুদা।

দপ্তর সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন যুগ্ম কর কমিশনার মাসুমা খাতুন, উপ-কর কমিশনার মো. মেজবাহ উদ্দিন খান ও সহকারী কর কমিশনার মো. ফারজানুল ইসলাম।

সহ-দপ্তর সম্পাদক পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন সহকারী কর কমিশনার এনামুল হাসান আল-নোমান, মো. মেহেদী মাসুদ ফয়সাল।

সাংস্কৃতিক সম্পাদক পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন যুগ্ম কর কমিশনার মো. মহিদুল ইসলাম, উপ-কর কমিশনার মোনালিসা শাহরীন সুস্মিতা ও মোহাম্মদ হেফজুর রহমান।

সহ-সাংস্কৃতিক সম্পাদকের পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সহকারী কর কমিশনার সাজিদ খান ও নাজমা পারভীন।

 

টিআর /কেআই/এসএইচ

 

 

 

 

 

 

 

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি