ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

মঙ্গলবার জাতীয় প্রশিক্ষণ দিবস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১০, ২২ জানুয়ারি ২০১৮ | আপডেট: ০৯:৫৭, ২৩ জানুয়ারি ২০১৮

আগামীকাল মঙ্গলবার ২২তম জাতীয় প্রশিক্ষণ দিবস পালিত হবে। প্রশিক্ষিত মানবসম্পদ গড়ে তুলার বিভিন্ন প্রত্যয় নিয়ে এ দিবসটি উৎযাপিত হয়।

এ উপলক্ষে বাংলাদেশ প্রশিক্ষণ ও উন্নয়ন সমিতি (বিএসটিডি) নানা কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে র‌্যালি, সংবাদপত্রে বিশেষ ক্রোড়পত্র ও আলোচনা সভার উদ্যোগ নেওয়া হয়েছে। 

এ দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার পৃথক বাণী দিয়েছেন।

রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, দক্ষতা উন্নয়ন, জ্ঞানকে হালনাগাদকরণ, অভিজ্ঞতা অর্জন ও বিনিময় এবং দৃষ্টিভঙ্গি পরিবর্তনে নিবিড় প্রশিক্ষণ ইতিবাচক অবদান রাখে।

অপরদিকে প্রধানমন্ত্রী তাঁর বাণীতে বলেন, প্রশিক্ষণ খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি প্রশিক্ষণ প্রতিষ্ঠানসমূহের অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দেয়া হয়েছে।

 

 

এম


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি