ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

মঙ্গলে অদ্ভুত বস্তুর সন্ধান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৬, ১৯ আগস্ট ২০১৮

মঙ্গলে অদ্ভুত এক বস্তুর সন্ধান পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার রোবটযান কিউরিওসিটি রোভার এই বস্তুর সন্ধান পেয়েছে। নাসা জানিয়েছে, এই ছোট পাথরের জিনিসটি কোনো একটি মহাকাশযান থেকে ভেঙে পড়া ছোট টুকরো।

১৩ আগস্ট কিউরিওসিটি যানের তোলা এই ছবি মহাকাশ বিজ্ঞানীদের মধ্যে উত্তেজনা তৈরি করে। অনেকেই মনে করছেন কিউরিওসিটি যান থেকে ভেঙে পড়েছে এই টুকরোটি।

মিশন কিউরিওসিটি দলের সদস্য ব্রিটনি কুপার বলেন, ‘খুবই পাতলা পাথরের আকারের একটি জিনিস পাওয়া গেছে। তবে এটি কিউরিওসিটি যান থেকে খসে পড়া কোনো অংশ নয়।’

২০১২ সালে বেশ চিন্তায় পড়েছিলেন কিউরিওসিটি দলের সদস্যরা। সে সময় উজ্জ্বল একটি জিনিস মঙ্গলের মাটিতে দেখা গিয়েছিল। এক প্রতিবেদনে জানানো হয়েছিল, কিউরিওসিটি যান থেকে খসে পড়েছিল উজ্জ্বল এই বস্তু।

জুন মাসে মঙ্গল গ্রহে বালি ঝড় শুরু হয়েছে। বর্তমানে সেই বালি ঝড় নিয়েই গবেষণা করছে কিউরিওসিটি যান।

উল্লেখ্য, কিউরিওসিটি রোভার ২০১২ সালে মঙ্গল গ্রহে নাসার পাঠানো চতুর্থ রোবটযান। মঙ্গল গবেষণার ইতিহাসে এটিই এখন পর্যন্ত নাসার বিজ্ঞানীদের সবচেয়ে বড় সাফল্য।

সূত্র : এনডিটিভি ও আর্থস্কাই।

/ এআর /


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি