ঢাকা, মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪

মসজিদে নববীর আদলে ময়মনসিংহেও নির্মিত হচ্ছে মসজিদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৪, ২৬ জুন ২০১৭ | আপডেট: ১৬:৩৪, ২৬ জুন ২০১৭

সৌদি আরবের মসজিদে নববীর আদলে ময়মনসিংহের দুর্গম চরাঞ্চলে নির্মিত হচ্ছে বৈদ্যুতিক গম্বুজ বিশিষ্ট মসজিদ। সুইচ চাপলেই সরে যাবে মসজিদের গম্বুজ, দেখা যাবে আকাশ, দিনের আলোয় আলোকিত হবে ভেতরের অংশ। ২শ’ কোটি টাকা ব্যয়ে তৈরি হতে যাওয়া মসজিদটির নির্মাণ দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। 

ময়মনসিংহ সদরের চরখারিচা গ্রামের জামিয়া মাহমুদিয়া আরাবিয়া ইসলামিয়া মাদরাসার কম্পাউন্ডে ২০১১ সালে মসজিদে নববীর আদলে মদিনা মসজিদের নির্মাণ কাজ শুরু হয়। মসজিদটি তৈরির উদ্যোগ নেন মাদরাসার প্রতিষ্ঠাতা আল্লামা মাহমুদুল হাসান। বিত্তবানদের অনুদানে ২শ’ কোটিরও বেশী টাকা ব্যায়ে নির্মাণাধীন মসজিদে থাকছে বৈদ্যুতিক স্বয়ংক্রিয় গম্বুজ।

নির্মাণ কাজ শেষ না হলেও নামাজের জন্য আনুষ্ঠানিকভাবে মসজিদ খুলে দেয়া হয়েছে।

মসজিদের ভেতরে বাইরে রয়েছে মারবেল পাথরের কারুকাজ। মুসল্লীদের সুবিধার জন্য রাখা হয়েছে ১টি চলন্ত ও ৩টি পায়ে হাটা সিঁড়ি।

নির্মাণ কাজ দেখতে দুর দুরান্ত থেকে প্রতিদিন ছুটে আসছেন নানা বয়েসী মানুষ।

৪ তলা মসজিদের প্রতি তলায় রয়েছে ১৯টি করে কাতার। প্রতি কাতারে ১১০ জন হিসেবে ৮ হাজার ৪০ জন একসাথে নামাজ পরতে পারবে।

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি