ঢাকা, মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪

মাথাপিছু আয় এখন ১ লাখ ২৮ হাজার টাকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩১, ১৪ নভেম্বর ২০১৭ | আপডেট: ২০:৩৪, ১৪ নভেম্বর ২০১৭

গত অর্থবছরের চূড়ান্ত হিসাবে মাথাপিছু আয় আগের চেয়ে বেড়েছে। এখন এ আয় ১ হাজার ৬১০ মার্কিন ডলার। প্রতি ডলার ৮০ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১ লাখ ২৮ হাজার ৮০০ টাকা। এছাড়া গত অর্থবছরের চূড়ান্ত জিডিপি প্রবৃদ্ধি হলো ৭ দশমিক ২৮ শতাংশ।

আজ শেরেবাংলা নগরের ইআরডি সম্মেলন কক্ষে এক ব্রিফিংয়ে এ কথা জানান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। পরিসংখ্যান ব্যুরোর এই তথ্য তিনি জানান। তিনি বলেন, ২০১৬-১৭ অর্থবছরে প্রবৃদ্ধির হার বলা হয়েছিল ৭ দশমিক ২৪ শতাংশ। এটা এখন বেড়ে হয়েছে ৭ দশমিক ২৮ শতাংশ। তিনি বলেন, জিডিপিতে বিনিয়োগের হার ছিল ২৯ দশমিক ৬৩ শতাংশ। এটা বেড়ে হয়েছে ৩০ দশমিক ৫১ শতাংশ।

অন্যদিকে অক্টোবর শেষে মূল্যস্ফীতির হার কিছুটা কমেছে। এটা ৬ দশমিক ০৪ শতাংশ। যা সেপ্টেম্বর শেষে ছিল ৬ দশমিক ১২ শতাংশ। তিনি বলেন, বাজারে পণ্য মূল্য কমতে শুরু করেছে। ফলে আগামীতে মূল্যস্ফীতির হার আরও কমবে।

/ এআর /


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি