ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

মাদারীপুরে ‘ব্লু হোয়েলে’ আসক্ত কিশোর হাসপাতালে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৮, ১৭ অক্টোবর ২০১৭

মাদারীপুরে কথিত ব্লু হোয়েলগেমে আসক্ত হয়ে অসুস্থ এক কিশোর হাসপাতালে ভর্তি হয়েছে সোমবার রাত আটটার দিকে তাঁকে রাজৈর উপজেলার একটি হাসপাতালে ভর্তি করা হয়

কিশোরের পারিবারিক সূত্র জানায়, গত এক সপ্তাহ ধরে ‘ব্লু  হোয়েল’ গেমের নেশায় পড়ে। এরপর হাতে তিমি এঁকে ৭টি ধাপ অতিক্রম করে সে। এরই মধ্যে ফেসবুক বিভিন্ন পোস্টের মাধ্যমে জানতে পারে ‘ব্লু  হোয়েল’ গেম খেললে মানুষ মারা যায়। এ ধরনের খবর পড়ে সচেতন হয় ওই কিশোর। এরপর তাকে সুঁই দিয়ে হাতে একশ’ ছিদ্র করতে বলা হয়। পরে সে নিজেকে বাঁচাতে মোবাইল ফোন ভেঙে ফেলে। তাকে গতকাল রাতে একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিকিৎসক পীযূষ চন্দ্র গণমাধ্যমকে বলেন, আমরা কিশোরটিকে কাউন্সেলিং দিচ্ছি। তার মনে এক ধরনের ভয় কাজ করছে। সে একবার বলছে, গেমটি খেলবে আবার কিছুক্ষণ পর বলছেলবে না। তার স্বাভাবিক হতে কিছুদিন সময় লাগবে।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ গণমাধ্যমকে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ব্লু  হোয়েল গেম সম্পর্কে বাবা-মাকে সতর্ক হতে হবে। তাদের সন্তানরা যেন এই খেলায় মগ্ন না হয়।

 

আর/এআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি