ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

মালদ্বীপে বাংলাদেশিদের সতর্ক করল দূতাবাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৭, ৬ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১৮:৪০, ১০ ফেব্রুয়ারি ২০১৮

মালদ্বীপে জরুরি অবস্থা জারি করায় দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে অবস্থান না করার পরামর্শ দিয়েছে মালের বাংলাদেশ দূতাবাস। গতকাল সোমবার জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এই পরামর্শ দেওয়া হয়।

এ ছাড়া জরুরি প্রয়োজনে তাদের যোগাযোগের জন্য দূতাবাসের পক্ষ থেকে একটি হটলাইন চালু করা হয়েছে। দূতাবাসের হটলাইন নম্বর +৯৬০৩৩২০৮৫৯।

মালদ্বীপে বাংলাদেশ দূতাবাসের ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে সেখানে অবস্থানরত বাংলাদেশিদের জরুরি প্রয়োজন ছাড়া কর্মস্থল বা বাসার বাইরে না থাকাই নিরাপদ হবে।

কোনো ধরনের মিছিল-মিটিং বা সভা-সমাবেশে অংশ না নিতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। পাশাপাশি মিছিল, সমাবেশসহ যে কোনো ধরনের ভিড় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে তাদের।

উল্লেখ্য, হঠাৎ করেই রাজনৈতিক অস্থিতিশীলতা দেখা দেওয়ার পর মালদ্বীপে ১৫ দিনের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির সরকার। সম্প্রতি আদালত পার্লামেন্টের নয় সদস্যককে (এমপি) মুক্তির আদেশ দিলে মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামেন উচ্চ আদালতের এই রায় মানতে অস্বীকার করার পর থেকেই দেশটিতে শুরু হয় রাজনৈতিক অস্থিরতা।

একে// এআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি