ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

মাহিরাকে সৌজন্যমূলক চুম্বন নিয়ে বিতর্ক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৫, ২৪ ফেব্রুয়ারি ২০১৮

অনেকেই বলছেন হাজার দর্শকের সামনে সিনিয়রকে অপমান করেছেন মাহিরা খান। কিন্তু নায়িকা বলছেন অপমান নয়, এটি ভুল বোঝাবুঝি। ঘটনাটি ঘটেছে ‘লাক্স স্টাইল অ্যাওয়ার্ড-২০১৮’মঞ্চে। পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান ওই মঞ্চ থেকে অ্যাওয়ার্ড নিয়ে কুশল বিনিময় করতে যান প্রবীণ অভিনেতা জাভেদ শেখের সঙ্গে। সেখানে অভিনেতা জাভেদ শেখ স্বাভাবিক ভাবে মাহিরাকে সৌজন্যমূলক চুম্বনের চেষ্টা করতে যান। কিন্তু মাহিরা মুখ ঘুরিয়ে নেন।

আর এই ভিডিও প্রকাশ পেয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। বৃহস্পতিবার সকালে এই খবরে তোলপাড় হয়েছিল পাকিস্তান। অনুষ্ঠান মঞ্চের ওই ভিডিওটি নিমেষে ভাইরাল হয়ে যায়। সোশ্যাল মিডিয়াতে ঘটনার প্রতিবাদে সরব হন অনেকেই। কিছু লোক মাহিরাকে অভিনেতার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

তবে বিষয়টি নিয়ে মুখ খুললেন ‘রইস’ খ্যাত পাক অভিনেত্রী মাহিরা। তিনি সোশ্যাল মিডিয়ায় এ ঘটনার জবাব দেন। বলেন, ‘দয়া করে গুজব ছড়াবেন না। জাভেদ শেখ একজন কিংবদন্তি অভিনেতা। ওনাকে আমি প্রচণ্ড পরিমান শ্রদ্ধা করি। সবকিছু নিয়ে এভাবে খবর বানাবেন না।’

মাহিরা বিষয়টির জবাবে যে টুইট করেছেন তা তুলে ধরা হলো -

‘I have just woken up to such silly stuff floating around. It’s good to be aware and have an opinion but for Gods sake don’t use anything and everything to make news. Javed Sheikh of all people! He is a legend and a mentor to all of us in this industry. Would vouch for him always.’

প্রসঙ্গত, পাক অভিনেতা জাভেদ শেখও একাধিক ভারতীয় সিনেমাতে অভিনয় করেছেন। ‘জান-ই-মন’ (২০০৬), ‘আপনে’ (২০০৭), ‘নমস্তে লন্ডন’ (২০০৭), ‘ওম শান্তি ওম’ (২০০৭), ‘তামাশা’ (২০১৫) সহ একাধিক বলিউড সিনেমাতে অভিনয় করেছেন তিনি।

সূত্র : কলকাতা টুইন্টিফোর

এসএ/



Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি