ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

মায়ের কোলে এখনো ফেরেনি ইয়াসমিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫২, ৩০ জানুয়ারি ২০১৮

২০১২ সালে মিয়ানমার থেকে পালিয়ে আসেন নয়না খাতুন। এরপর আশ্রয় নেন কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে। সেখানেই পাচারকারীদের কাছে হারান নিজের ১৩ বছর বয়সী মেয়ে ইয়াসমিনকে। শুধু নয়না খাতুন-ই নয়, তার মতো আরও অনেক নারী তার কন্যা শিশুদের হারাচ্ছেন পাচারকারীদের হাতে।

জানা যায়, তিন বছর আগে নয়নার কাছে আসেন পাচারকারী দলের দুই সদস্য। বাড়ির কাজের জন্য ১২-১৪ বছর বয়সের মেয়ে খুঁজে দিতে নয়নাকে অনুরোধ করেন ওই দুই ব্যক্তি। পরে অভাবের তাড়নায় নিজের মেয়ে ইয়াসমিন অজান্তে পাচারকারীদের হাতে তুলে দেন নয়না। এরপর মেয়ে চলে যায় ভারতে। সেখানে বিএসএফের কাছে ধরা পড়ে দুই পাচারকারী।

আর তার মেয়ের জায়গা হয় কোলকাতার পাচারের শিকার হওয়াদের এক ক্যাম্পে। নয়না জানান, কয়েক মাস পরপর মেয়ের সঙ্গে তার কথা হয়। তবে টাকার অভাবে মেয়ের কাছে যেতে পারছেন না তিনি। আল-জাজিরার কাছে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘একমাত্র আল্লাহ-ই জানেন, আমি প্রতিদিন কি যন্ত্রণা বয়ে বেড়াচ্ছি। আমার টাকা নেই, তাই ভারতে যেতে পারছি না। এদিকে আমার মেয়ে আমাকে নিষেধ করেছে, পাসপোর্ট ছাড়া যাতে ভারতে না যাই।’

সূত্র: আল-জাজিরা
এমজে/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি