ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪

‘মিয়ানমারের উপর নিষেধাজ্ঞা আরোপ করা উচিত’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৪, ২১ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১১:৪৩, ২২ সেপ্টেম্বর ২০১৭

রোহিঙ্গাদের ওপর অত্যাচার-নির্যাতনের কারণে মিয়ানমারের উপর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা আরোপ করা উচিত বলে মন্তব্য করেছেন সংস্থাটির মানবাধিকারবিষয়ক প্রধান জেইদ রাদ আল-হুসেইন।

জেইদ রাদ আল-হুসেইন বলেন, রোহিঙ্গা সম্প্রদায়কে পুরোপুরি নির্মূল করার লক্ষে গুটিকয় রোহিঙ্গা চরমপন্থীদের কার্যক্রম একটা অজুহাত হিসেবে দেখানো হচ্ছে।

মিয়ানমারের দাবি, গত ২৪ আগস্ট রাতে রোহিঙ্গা বিদ্রোহীরা রাখাইন রাজ্যে প্রায় দুই ডজন পুলিশ ও সেনাক্যাম্পে হামলা চালায়। ওই সময় ১২ জন নিরাপত্তাকর্মী নিহত হন।

এ ঘটনার পরই বিদ্রোহী গোষ্ঠী আরসাকে নিষিদ্ধ সংগঠন ঘোষণা করে মিয়ানমার সরকার। এরপর বিদ্রোহীদের ধরার নামে মিয়ানমার সরকার ‘জাতিগত নিধন’ শুরু করে। যার ফলে শরণার্থী সংকটের শুরু হয়।

দেশটির রাখাইন রাজ্যের উগ্র বৌদ্ধ জাতীয়তাবাদীদের নির্যাতনের শিকার রোহিঙ্গারা। দেশটিতে তাদের কোনো নাগরিকত্ব নেই, সরকার তাদের বাইরে থেকে আসা জনগোষ্ঠী হিসেবে দেখে। পৃথিবীর সবচেয়ে বড় দেশহীন জনগোষ্ঠী হলো রোহিঙ্গা সম্প্রদায়।

পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীরাও অভিযোগ করেছেন, মিয়ানমারের সেনাবাহিনী নির্বিচারে পুরুষদের হত্যা করছে, নারীদের ধর্ষণ করছে। তাদের গ্রামগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি