ঢাকা, মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪

মিরপুরে গ্যাস বিস্ফোরণ : তিন জনের কেউই বাঁচলো না

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২১, ২৬ এপ্রিল ২০১৮ | আপডেট: ১১:৩৩, ২৬ এপ্রিল ২০১৮

রাজধানীর মিরপুরে একটি ভবনে গ্যাস লাইন বিস্ফোরণের ঘটনায় ছেলে তামিম ও স্ত্রী মিনার মৃত্যুর পর দগ্ধ মানিকও (৩৫) মারা গেছেন। তার শরীরের ৯৫ ভাগেরও বেশি দগ্ধ হয়েছিলো বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এর আগে, দগ্ধ অবস্থায় গতকাল বুধবার দুপুর সোয়া ২টার সময় মানিকের স্ত্রী মিনা (২৮) ও মঙ্গলবার মিনার সাত মাস বয়সী শিশুসন্তান তামিম মারা যায়। এ দুর্ঘটনায় দগ্ধ তিন জনের মধ্যে আর কেউ বেঁচে রইলো না।

উল্লেখ্য, গত মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে রাজধানীর মিরপুর ১১ নম্বর সেকশনের চার নম্বর রোডের পাঁচতলা একটি বাড়ির নিচতলায় গ্যাস লাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে গুরুতর দগ্ধ হন মিনা, তার স্বামী মানিক ও তাদের সাত মাস বয়সী সন্তান তামিম। তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় ইসলামিয়া হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের স্থানান্তর করা হয় ঢামেক বার্ন ইউনিটে। সেখানে তামিমকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। এ সময় তারা জানান, মিনার শরীরের ৮০ ভাগ ও মানিকের শরীরের ৯৫ ভাগেরও বেশি পুড়ে গেছে।

একে/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি