ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

মুক্তামণির অস্ত্রোপচার শনিবার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৬, ৮ আগস্ট ২০১৭ | আপডেট: ১৮:৫০, ৮ আগস্ট ২০১৭

ফাইল ছবি

ফাইল ছবি

বিরল চর্ম রোগে আক্রান্ত সাতক্ষীরার শিশু মুক্তামণির অস্ত্রোপচার হবে আগামী শনিবার। সবকিছু ঠিক থাকলে এদিন সকালে তার অস্ত্রোপচার করা হবে

মঙ্গলবার গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান অধ্যাপক ডা. আবুল কালাম ও ইউনিটটির সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন।

এদিন সকালে মুক্তামনির চিকিৎসার জন্য গঠিত ১৩ সদস্যের মেডিকেল বোর্ড তার বায়োপসি রিপোর্ট পর্যালোচনা করে অস্ত্রোপচারের দিন ধার্য করেন।

ডা. সামন্ত লাল সেন জানান, মুক্তামনির জীবন রক্ষার্থে যদি তার আক্রান্ত হাতটি কেটে ফেলতে হয়, তবে তা-ই করা হবে। অবশ্য হাতটি রাখার আপ্রাণ চেষ্টা করব আমরা।

গত শনিবার সকালে মুক্তামনির বায়োপসি করা হয়। ঢামেক বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্লাস্টিক সার্জন ও একই প্রতিষ্ঠানের অ্যানেসথেশিয়া বিভাগের বিশেষজ্ঞরা এই অস্ত্রোপচারে অংশ নেন।

উল্লেখ্য, গত মাসে সাতক্ষীরা থেকে উন্নত চিকিৎসার জন্য মুক্তামনিকে সরকারি উদ্যোগে ঢামেকে হাসপাতালে ভর্তি করা হয়। বিরল রোগে আক্রান্ত শিশুটির খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর সরকারের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়।

 

//আর//এআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি