ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

মেক্সিকোর কারাগারে কয়েদিদের দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪২, ১১ অক্টোবর ২০১৭

মেক্সিকোর উত্তরাঞ্চলীয় রাজ্য নুয়েভো লিওনের একটি কারাগারে কয়েদিদের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। নিরাপত্তা কর্মকর্তা আলদো ফ্যাসকি এক সংবাদ সম্মেলনে, মন্টেরি শহরের বাইরের ক্যাডেরিতা নামক ওই কারাগারে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ দেখা দিলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা কারাকর্মী ও অন্য কয়েদিদের রক্ষা করতে কঠোর ব্যবস্থা নেয়। তবে এ ঘটনায় সত্যিকার অর্থে কতজন লোক মারা গেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায় নি।

ফ্যাসকির বরাত দিয়ে সংবাদমাধ্যম জানায়-সোমবার রাতে কারাগারটিতে  অপরাধী দলের লোকদের মধ্যে একটি দল  প্রতিবাদ  শুরু করলে সংঘর্ষের সূত্রপাত হয়। ওই দলের প্রতিবাদ শেষ যাওয়ার পর মঙ্গলবার ভোরে দলগুলোর মধ্যে আবার লড়াই শুরু হলে এক কয়েদি নিহত হয়। পরে তার লাশ পুড়িয়ে ফেলা হয়। এরপর দাঙ্গাকারীরা কারারক্ষীদের জিম্মি করে রাখে এবং কারাগারের ছাদে নিয়ে গিয়ে তাদের পেটায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কারাগারের ভিতরে প্রবেশ করলে প্রায় দেড়শ কয়েদি তাদের ওপর হামলা চালায়। 

ফ্যাসকি জানায়, যদি কঠোর পদক্ষেপ না নেয়া হতো তাহলে আরোও বেশি লোকের প্রাণহানির আশঙ্কা ছিল ।

সূত্র:রয়টার্স এবং দ্যা গার্ডিয়ান 

এম/এআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি