ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

মেক্সিকোয় ১০১ যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৬, ১ আগস্ট ২০১৮ | আপডেট: ০৯:৪৬, ১ আগস্ট ২০১৮

মেক্সিকোর ডুরাংগো প্রদেশে ১০১ জন যাত্রী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এসময় আহত হয়েছেন অন্তত ৮৫ জন যাত্রী। তবে কোনো নিহতের খবর পাওয়া যায়নি। মঙ্গলবার স্থানীয় সময় বিকাল ৪টায় এ দুর্ঘটনা ঘটে।
প্রদেশটির গভর্নর হোসে অ্যাইসপুরো এক টুইট বার্তায় জানিয়েছেন, ১০১ জন যাত্রীর মধ্যে কোন নিহতের ঘটনা ঘটেনি। তবে ৮৫ জন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে তিনি জানান।
বিধ্বস্ত হওয়া অ্যারোমেক্সিকোর বিমানটি গুয়াদালুপ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মেক্সিকো সিটির দিকে উড়ে যাচ্ছিল। বিমানবন্দর থেকে উড্ডয়নের পর ছয় মাইল দূরত্বে এটি বিধ্বস্ত হয়।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বিমানটি খারাপ আবহাওয়ার কবলে পড়ে। প্রবল বজ্রপাত থেকে বাঁচতে জরুরী অবতরণ করতে গিয়ে এটি বিধ্বস্ত হয়। বিমানটিতে ৯৭ জন যাত্রী এবং ৪ জন ক্রু ছিল।
সূত্র : বিবিসি

এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি