ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

মেধাবী নতুন প্রজন্ম সামনে থেকে দেশকে নেতৃত্ব দেবে : শিক্ষামন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৮, ২৫ জুলাই ২০১৮ | আপডেট: ১২:৫২, ২৫ জুলাই ২০১৮

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, তরুণ প্রজন্মকে ভালো মানুষ হিসেবে গড়তে চাই। তারা সততা, নিষ্ঠা, মেধা, ‍উন্নত চিন্তা দিয়ে দেশকে সামনে থেকে নেতৃত্ব দেবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বে।

আজ বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আয়োজিত মেধাবী শিক্ষার্থীদের মধ্যে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশের ৭৩ শতাংশের বেশি মানুষ আজ সাক্ষরতা অর্জন করেছে। এটি সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার শিক্ষা ও দক্ষতা উন্নয়নকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। আজকে সব শিশু স্কুলে যায়। জানুয়ারির প্রথম দিনে সবার হাতে হাতে নতুন বই। আমাদের ৫ কোটি শিক্ষার্থী শিক্ষাঙ্গনকে প্রকম্পিত করছে। যা দেশে বিশ্ব আজ অবাক। তারা বলে আমাদের জনসংখ্যাই ৭২ লাখ কিংবা ৮০ লাখ। আর তোমাদের শিক্ষার্থী ৫ কোটি। এই ব্যবস্থাপনা কিভাবে হচ্ছে এটি ভেবে তারা অবাক।

শিক্ষামন্ত্রী বলেন, আজ প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্ব বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের তকমা পেতে যাচ্ছে। ২০২১ সালে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পাব। সেই দিনটি হবে আমাদের আনন্দের। কারণ ওই সময়ে আমাদের স্বাধীনতার সূবর্ণজয়ন্তী পালিত হবে।

নুরুল ইসলাম নাহিদ বলেন, ২০৪১ সালে বাংলাদেশ হবে উন্নত দেশ। আর সেই নেতৃত্ব দেশে আমাদের শিক্ষিত তরুণ প্রজন্ম।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। কৃতি শিক্ষার্থীদের হাতে স্বর্ণপদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

/ এআর /


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি