ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

ময়মনসিংহে কুমির চাষে সম্ভাবনা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৪, ১২ মার্চ ২০১৮ | আপডেট: ১২:১৯, ১০ মে ২০১৮

বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার তৃতীয় কুমির রফতানিকারক দেশ। এ অর্জনের পেছনে ভূমিকা রেখেছে ভালুকার বেসরকারি কুমির চাষ প্রকল্প রেপটাইলস ফার্ম লিমিটেড। নতুন উদ্যোক্তা সৃষ্টি করলে অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সম্ভাবনাময় খাত হিসেবে গড়ে উঠতে পারে কুমির চাষ।

ভালুকার হাতীবেড়ি গ্রামে কুমির চাষ প্রকল্পটির শুরু একযুগেরও বেশি সময় আগে। ৫ কোটি টাকা বিনিয়োগে রেপটাইলস ফার্ম লিমিটেডের বাণিজ্যিক কুমির চাষ শুরু হয়।

উদ্যোক্তা রাজিব সোম ১৩ একর জমিতে ৭৫টি মা কুমির নিয়ে শুরু করেন খামারটি। প্রতিষ্ঠার পর থেকে ৩ দফায় ১ হাজার ৩০টি কুমির রপ্তানীর পরও খামারে এখন কুমিরের সংখ্যা প্রায় ৫ হাজার। বর্তমানে ১৬ একরে বিনিয়োগ দাড়িয়েছে ৩০কোটিতে।

প্রজনন উপযোগীঅনুকূল পরিবেশে প্রকল্পটি কাংখিত লক্ষ্য অর্জন করেছে। এই ফার্মের কুমির যাচ্ছে জার্মান ও জাপানে।

বিশ্ববাজারে বাংলাদেশের কুমিরের চাহিদাও আছে বেশ। বেসরকারি উদ্যোক্তারা এগিয়ে আসলে এ খাতেও সম্ভাবনা উকি দিচ্ছে বলে জানালেন প্রাণিবিদরা।

সরকার সঠিক পরিকল্পনা নিলে কুমিরও অন্যতম রপ্তানী খাত হিসেবে গড়ে উঠবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা|


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি