ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

ময়মনসিংহে হস্তশিল্পে শতাধিক প্রতিবন্ধী নারীর ভাগ্য বদল (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৯, ২৬ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১৩:৫৩, ৮ মার্চ ২০১৮

হস্তশিল্পের কাজ শিখে ভাগ্য বদলে গেছে ময়মনসিংহের শতাধিক প্রতিবন্ধী নারীর। তাদের তৈরি দৃষ্টি নন্দন পণ্য সামগ্রী স্থানীয় চাহিদা মিটিয়ে রফতানিও হচ্ছে। প্রতিবন্ধী কমিউনিটি সেন্টারের উইমেনস ক্লাবের কার্পেট কারখানায় প্রশিক্ষণে তারা হয়ে উঠেছেন স্ববলম্বি। 

ময়মনসিংহ সদরের শেফালি আক্তার। দুই বছর বয়সে পোলিওতে আক্রান্ত হয়ে হাটার শক্তি হারিয়ে ফেলে সে। বাবার মৃত্যুতে এসএসসির বেশি লেখাপড়া করতে পারেনি।

২০০৪ সালে শেফালির ঠাঁই মেলে ময়মনসিংহ প্রতিবন্ধী কমিউনিটি সেন্টারের উইমেনস ক্লাবের কার্পেট কারখানায়। এখানেই তার কর্মসংস্থানের ব্যবস্থা হয়। এরই মধ্যে ফ্রান্স সফর করেছেন। শেফালি এখন আত্মবিশ্বাসী।

শুধু শেফালিই নয়, তার মতো আরও শতাধিক নারী কাজ করছেন উইমেন্স ক্লাবের কার্পেট ও হস্তশিল্প কারখানায়। তাদের হাতে তৈরি পণ্য এখন রফতানি হচ্ছে ফ্রান্স, বেলজিয়াম, আমেরিকা, জাপানসহ প্রায় ১০টি দেশে।

তবে কার্পেট তৈরিসহ হস্তশিল্পের কাজ জানা সব প্রতিবন্ধী নারীর কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছে না উইমেনস ক্লাব।
প্রতিবন্ধী নারীদের স্বাবলম্বী করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এগিয়ে আসবেন এমনটাই প্রত্যাশা সবার।

এসএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি