ঢাকা, বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪

‘যত্রতত্র গ্যাস-বিদ্যুতের সংযোগের ফলে আগুন দ্রুত ছড়ায়’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০২, ২০ এপ্রিল ২০১৮

অগ্নিকাণ্ড প্রতিরোধে ফায়ার সার্ভিস সক্ষমতা অর্জন করলেও রয়েছে বেশ কিছু সীমাবদ্ধতা। বস্তি অথবা ঘিঞ্জি এলাকায় অগ্নি নির্বাপনে সমস্যা হয় সরু রাস্তার কারণে। আর যত্রতত্র গ্যাস-বিদ্যুতের সংযোগ আগুন দ্রুত ছড়াতে সহায়তা করে বলে জানালেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক। এ কারণে ব্যাহত হয় উদ্ধার তৎপরতাও।

যত্রতত্র গ্যাস-বিদ্যুতের সংযোগ এবং অব্যবস্থাপনার কারণে অগ্নিকাণ্ডের ঘটনা বেশি ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে, দ্রুততম সময়ের মধ্যে রাজধানীর বস্তিগুলোর অগ্নি নির্বাপনের সক্ষমতা ফায়ার সার্ভিসের রয়েছে বলে জানালেন সংস্থার মহাপরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ খান।

ভবিষ্যতে বস্তি এলাকায় অগ্নি নির্বাপনের জন্য স্যাটেলাইট টাইপ ফায়ার স্টেশন নির্মাণ করা হবে বলেও জানান এই শীর্ষ কর্মকর্তা।

তিনি জানান, বর্তমানে ফায়ার সার্ভিস বহরে যুক্ত হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর সরঞ্জাম। যা দিয়ে ২০ তলা পর্যন্ত আগুন নেভানো সম্ভব। বিদেশে প্রশিক্ষণ দেওয়া হয়েছে কর্মীদের।

একে// এসএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি