ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

যুদ্ধাপরাধ : ফারুক তদন্তে, মুসা অনুসন্ধানে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১৫, ২৭ জুলাই ২০১৭ | আপডেট: ১৬:১৫, ২৯ জুলাই ২০১৭

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিএনপি নেতা সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুকসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত চলমান। আর ব্যবসায়ী মুসা বিন শমসেরের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের প্রাথমিক অনুসন্ধান অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ধানমন্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থার জ্যেষ্ঠ সমন্বয়ক সানাউল হক এ তথ্য জানান।

এর আগে তিনি মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় যশোর ও শেরপুরের ১৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করার তথ্য সাংবাদিকদের কাছে তুলে ধরেন। তাঁদের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, আটক, অপহরণ, নির্যাতন, ধর্ষণ প্রভৃতি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। তিনি দু’টি প্রতিবেদনের সারসংক্ষেপ তুলে ধরেন।

সানাউল হক বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলির কার্যালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। ওসমান ফারুকের বিরুদ্ধে তদন্ত চলছে। মুসা বিন শমসেরের বিরুদ্ধে অনুসন্ধান অব্যাহত রয়েছে। তদন্ত ও অনুসন্ধানের ফলাফল পরবর্তী সময়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।

গত বছরের ৪ মে সানাউল হক সাংবাদিকদের বলেছিলেন, ময়মনসিংহের তৎকালীন কৃষি বিশ্ববিদ্যালয়ের ১১ জন শিক্ষকের বিষয়ে কিছু তথ্য পাওয়া গেছে। ওই শিক্ষকেরা তখন পাকিস্তান সেনাবাহিনীকে সহযোগিতা করেছেন। তাঁদের মধ্যে ওসমান ফারুকের নাম রয়েছে।

এ ছাড়া গত ২৯ মার্চ সানাউল হক মুসা বিন শমসেরের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগের কোনো তথ্য থাকলে তা তদন্ত সংস্থার কাছে জমা দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। ওই আহ্বানে সাড়া দিয়ে সাংবাদিক প্রবীর সিকদার ও সাগর লোহানী মুসার বিরুদ্ধে ৬ এপ্রিল তদন্ত সংস্থার কাছে প্রতিবেদন আকারে জমা দেন।

আরকে/ডব্লিউএন


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি