ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

যে কোনও ব্যথার উপশমে বাড়িতেই বানিয়ে রাখুন তেজপাতার তেল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৫, ১৫ জানুয়ারি ২০১৮ | আপডেট: ২০:০৬, ১৫ জানুয়ারি ২০১৮

রান্না ছাড়াও তেজপাতায় রয়েছে অনেক স্বাস্থ্যগুণ।মাথা ও ঘাড়ের ব্যথা সারাতে অব্যর্থ তেজপাতা।সেই সঙ্গেই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে স্নায়ুতন্ত্রকে শান্ত করতেও সাহায্য করে তেজপাতা।

 

আগেকার দিনে বাড়িতে অপরিহার্য ছিল তেজপাতার তেল। নানা রকম অসুস্থতা ছাড়াও বাড়ির পরিবেশ দূষণমুক্ত ও শান্ত রাখতেও ব্যবহার করা হতো তেজপাতা। সনাতন সেই তেজপাতা তেল বাড়িতে বানিয়ে নিতে পারেন আপনিও।

২৫০ মিলি অলিভ অয়েল ও ৩০ গ্রাম তেজপাতা নিন। তেজপাতা গুঁড়ো করে অলিভ অয়েলে ভিজিয়ে রাখুন। এই মিশ্রণ কাচের জারে ঢেলে কোনও অন্ধকার জায়গায় ২ সপ্তাহ রেখে দিন।

 

এই ২ সপ্তাহ জার বেশি নাড়াচাড়া করবেন না। শুধু মাঝে মাঝে ঝাঁকিয়ে নেবেন। ২ সপ্তাহ পর পাতলা কাপড়ে এই তেল ছেঁকে নিয়ে অন্য একটি পাত্রে ঢেলে নিন। পরের পাত্রটিকে ঠান্ডা কোনও জায়গায় রেখে দিন। যখনই প্রয়োজন হবে ব্যথার জায়গায় এই তেল লাগিয়ে নিন। দেখবেন অনেক উপকার পাবেন।

সূত্রঃ বোল্ড স্কাই

কেআই/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি