ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

যে ভাষায় কথা বলেন মাত্র তিনজন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০৭, ২৩ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১৬:৫৫, ২৪ ফেব্রুয়ারি ২০১৮

ভাষার নাম `বাদেশি’ ভাষা। উত্তর পাকিস্তানের দুর্গম, পাহাড়ি অঞ্চলের একটি গোষ্ঠী এ ভাষায় কথা বলে। এ ভাষায় কথা বলেন এমন তিনজন বর্তমানে জীবিত রয়েছেন। আশঙ্কা করা হচ্ছে তাদের মৃত্যুর পর এ ভাষা পুরোপুরি বিলুপ্ত হয়ে যাবে।

এ ভাষার কথা বলেন এমন একজন ব্যক্তি হলেন সাইদ গুল। তিনি তার ভাষায় বলেন, অমাদের গ্রাম খুবই সুন্দর ।

তিনি বলেন, শুরুতে ৯ থেকে ১০ টি পরিবার এ ভাষায় কথা বলতো। কিন্তু অন্যান্য এলাকা থেকে আমাদের অঞ্চলে ভিন্ন ভাষী লোক আসার করণে এ ভাষা বিলুপ্ত হয়ে যাচ্ছে।

আশঙ্কা করা হচ্ছে বাদেশি ভাষায় কথা বলা এই তিন জন ব্যক্তি যদি মৃত্যুবরণ করেন তাহলে এই ভাষা পুরোপুরি বিলুপ্ত হয়ে যাবে। সূত্র: বিবিসি বাংলা

এমএইচ/টিকে

 

 

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি