ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

রসিকে জয়ের পথে মোস্তফা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৪, ২১ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ২২:৪০, ২১ ডিসেম্বর ২০১৭

মোস্তাফিজার রহমান মোস্তফা (ফাইল ফটো)

মোস্তাফিজার রহমান মোস্তফা (ফাইল ফটো)

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে জয়ের পথে রয়েছেন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। রংপুর শহরের পুলিশ লাইন্সে স্থাপিত অস্থায়ী নির্বাচন কমিশন অফিসে বিকেল ৪টার পর থেকেই ভোট গণনা শুরু হয়। ১৯৩টি ভোট কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ১০৬টি ভোট কেন্দ্রের ফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

‘লাঙ্গল’ প্রতীক নিয়ে নির্বাচন করা মোস্তফা এখন পর্যন্ত ভোট পেয়েছেন ৯৯ হাজার ৭৬৫টি। তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনিত ‘নৌকা’ প্রতীক নিয়ে নির্বাচন করা সরফুদ্দীন আহমেদ ঝন্টু। তিনি পেয়েছেন ৩৪ হাজার ৯৩২ ভোট। ‘ধানের শীষ’ নিয়ে নির্বাচন করা বিএনপি সমর্থিত প্রার্থী কাওসার জামান পেয়েছেন ১৯ হাজার ৮৭৫ ভোট।

বাকি ভোট কেন্দ্রের ফলাফল ঘোষণা এখনও বাকি থাকলেও ইতোমধ্যে রংপুর শহরের অনেক জায়গায় বিজয় উদযাপন শুরু করেছে মোস্তফা সমর্থিত কর্মীরা। অন্যদিকে বিএনপি প্রার্থী কাওসার জামান কারচুপির অভিযোগে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন। যদিও নির্বাচন কমিশন তার এ অভিযোগ অস্বীকার করেন।

 

 

//এসএইচএস//এসএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি