ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

রাঙামাটিতে পাহাড় ধসের ঝুঁকিতে ১৫ হাজার মানুষ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪১, ১০ জুন ২০১৮ | আপডেট: ১২:৪২, ১০ জুন ২০১৮

পার্বত্য জেলা রাঙামাটিতে আবারও পাহাড় ধসের শঙ্কা দেখা দিয়েছে। তবুও ঝুঁকি নিয়ে বসবাস করছে ৩ হাজার ৩৭৮ পরিবারের প্রায় ১৫ হাজার লোক। তবে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে সেখানে থেকে বসবাসকারীদের সরিয়ে নিতে আশ্রয় কেন্দ্র নির্ধারণ এবং পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করার কথা বলেছেন জেলা প্রশাসক।

সম্প্রতি হাল্কা, মাঝারি ও ভারী বৃষ্টিপাতে জেলার বিভিন্ন স্থানে ছোট ছোট পাহাড় ধস দেখা দিয়েছে। পাহাড়ের গা থেকে আচরে পড়ছে পাথুরে মাটি। পাহাড়ের পাদদেশে বসবাসরত জনগোষ্ঠীর মাঝে ঝুঁকি বাড়ছে উদ্বেগজনক হারে।

শুধু রাঙামাটি পৌর সদরের নয়টি ওয়ার্ডের ৩৪টি এলাকায় ৬০৯টি পরিবারের ঝুঁকিপূর্ণ বাসের কথা জেলা প্রশাসনই চিহ্নিত করেছে।

পাহাড়ি এলাকা বিবেচনায় আগে কখনও ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করা হয়নি। তবে ২০১৭ সালের ১২ জুন প্রবল বৃষ্টিতে পাহাড় ও ভূমিধসে ১২০ জন নিহতের পর রাঙামাটি জেলা প্রশাসন এ তালিকা করে।

জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ জানিয়েছেন, বর্ষা মৌসুমে যাতে গত বছরের মতো পাহাড় ধসে মাটি চাপায় ব্যাপক প্রাণহানি না ঘটে সেজন্য প্রশাসনের পক্ষ থেকে ‘সর্বোচ্চ প্রস্তুতি’ নেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ তো ঠেকানো যাবে না। তবে এতে প্রাণহানি যেন এড়ানো যায়, সেজন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে আমাদের।

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি