ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

রাঙামাটি : প্রকৃতির বুকে অপার নিসর্গ(ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৯, ২৮ মার্চ ২০১৮ | আপডেট: ১০:৪৮, ২৮ মার্চ ২০১৮

রাঙামাটির আসামবস্তি-বড়াদম-কাপ্তাই সড়কের দু’পাশে গড়ে উঠেছে বেশ কয়েকটি বেসরকারি পর্যটন স্পট। মনোরম প্রাকৃতিক সৌন্দর্য ও কাপ্তাই হ্রদে কায়াকিংয়ের জন্য পর্যটকদের কাছে এ’সব স্পট জনপ্রিয় হয়ে উঠেছে।

প্রকৃতির অপার সৌন্দর্য ছড়িয়ে আছে রাঙ্গামাটিতে। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি ঝুলন্ত সেতু, শুভলং ঝর্ণাসহ বিভিন্ন পর্যটন স্পট আকৃষ্ট করে পর্যটকদের।

সময়ের সাথে সাথে পর্যটকের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আসামবস্তি-বড়াদম-কাপ্তাই সড়কের দু’পাশে প্রায় ২৫ কিলোমিটার জুড়ে গড়ে উঠেছে বেশ কয়েকটি বেসরকারি পর্যটন স্পট। আকৃষ্ট হচ্ছেন পর্যটকরাও।

এসব পর্যটন স্পটে রয়েছে বিশেষ ধরনের নৌকা- কায়াক যা পর্যটকদের কাপ্তাই হ্রদে ভ্রমনে বাড়তি আনন্দ যোগাচ্ছে। সরকারের সহযোগিতা পেলে হ্রদ আর পাহাড়ে ঘেরা এই এলাকা হয়ে উঠতে পারে সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি