ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪

রাজধানীতে ভাবী হত্যার দায়ে দেবরের ফাঁসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪২, ১০ ডিসেম্বর ২০১৭

রাজধানীর পল্লবীতে পারিবারিক বিরোধের জের ধরে ভাবীকে হত্যার দায়ে দেবর রাব্বি হোসেন মনাকে ফাঁসির দণ্ড দিয়েছেন আদালত।

রোবরার ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবদুর রহমান চার বছর আগের এ হত্যা মামলার রায় দেন।

 

২০১৩ সালের ৬ সেপ্টেম্বর সায়েরা খাতুন আলো নামের ওই নারীকে নির্মমভাবে হত্যা করা হয়।

 

মামলার নথি থেকে জানা যায়, সায়েরা খাতুন আলো তার স্বামী সোহেলকে নিয়ে পল্লবীর একটি বাসায় ভাড়া থাকতেন। আলো সেলাইয়ের কাজ করতেন। তার দেবর রাব্বি ওই বাসতেই থাকতেন।

 

রাব্বির কাজকর্ম না থাকায় ভাবীর সঙ্গে প্রায়ই তার ঝগড়া হত। ঘটনার দিন বিকেলে আলো তার বন্ধক রাখা একটি সোনার চেইন ফেরত আনার জন্য ২০ হাজার টাকা নিয়ে বাসা থেকে বের হন। এসময় নিরাপত্তার কথা চিন্তা করে রাব্বিকেও সঙ্গে নিয়ে যান তিনি।

 

পরে রাত সাড়ে ৮টার দিকে পল্লবীর আব্বাস উদ্দিন স্কুলের ঢালে আলোর লাশ পাওয়া যায়। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।

 

আলোর ভাই মো. শাহজালাল এ ব্যাপারে থানায় মামলা দায়ের করেন। পুলিশ গ্রেপ্তার করলে রাব্বি  ভাবীকে খুনের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন।

 

তদন্ত শেষে পল্লবী থানার এসআই আবদুল বাতেন ২০১৪ সালের ৩০ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেন। ওই বছর ১৫ জুলাই অভিযোগ গঠন করে রাব্বির বিচার কাজ শুরু করে আদালত। সাতজনের সাক্ষ্য নিয়ে আজ আদালত এই রায় ঘোষণা করলেন।

একে//এএ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি