ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

মডেল টাউন উত্তরায় নেই পর্যাপ্ত পার্ক (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৩, ১৫ জুলাই ২০১৮ | আপডেট: ১২:২৫, ১৭ জুলাই ২০১৮

নামে মডেল টাউন হলেও বিনোদনের জন্য রাজধানীর উত্তরাতে নেই পর্যাপ্ত পার্ক। যা আছে তাও আবার দখলে-দূষণে বিপর্যস্ত। এরইমধ্যে শেখ রাসেল পার্কসহ পার্শ্ববর্তী খেলার মাঠে বহুতল মার্কেট নির্মাণের ঘোষণা দিয়েছে রাজউক। এ সিদ্ধান্তে ক্ষুব্ধ উত্তরাবাসী।

ছোট-বড় মিলে মডেল টাউন উত্তরায় পার্ক আছে ১৬টি। ৮টি বাদে বাকিগুলোর অবস্থা একেবারেই নাজুক।

সম্প্রতি ১৩ নম্বর সেক্টরের শেখ রাসেল পার্কের জায়গায় মার্কেট নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ।

শেখ রাসেল পার্কে বাণিজ্যিক ভবন নির্মাণ হলে পাশের খেলার মাঠ হবে পার্কিংয়ের নির্ধারিত স্থান। সবমিলে আশপাশের সেক্টরগুলো থেকে আসা বিভিন্ন বয়সী মানুষের হাঁটাচলার পাশাপাশি বন্ধ হবে বিনোদন।

ঘটনার আদ্যোপান্ত জেনে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রী।

খেলার জায়গায় বাণিজ্যিক ভবন নির্মানের সিদ্ধান্তে মন খারাপ শিশুদেরও।

পার্কটি বাঁচিয়ে রাখার দাবি স্থানীয়দের।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি