ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪

রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভীড় [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৭, ১৭ জুন ২০১৮ | আপডেট: ২১:১৩, ১৭ জুন ২০১৮

ঈদের দ্বিতীয় দিনে বরাবরের মতো প্রথম দিনের তুলনায় রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে দেখা গেছে মানুষের উপচে পড়া ভিড়।   

পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে নানা বয়সী মানুষের ঢল নামে। ঈদের আনুষ্ঠানিকতা শেষ হলেও কাটেনি ছুটির আমেজ। নগরীর সড়কগুলো অনেকটা ফাঁকা। ঈদের দিন বিকাল থেকেই চিড়িয়াখানা, শিশুপার্ক, রমনাপার্ক, হাতিরঝিলসহ রাজধানীর বিনোদনকেন্দ্রগুলো ঢাকাবাসীর পদচারণায় মুখর হয়ে উঠে।    

শিশুদের পদচারণায় মুখর ছিল এই পার্কগুলো। বিভিন্ন রাইডে চড়ে সময় কাটিয়েছে শিশুরা। আনন্দে মেতে উঠেছিল তারা।  

জাতীয় চিড়িয়াখানা, আশুলিয়ার ফ্যান্টাসি কিংডম, ওয়াটার কিংডম, এক্সট্রিম রেসিং গো কার্ট, মোটেল আটলান্টিস- এই চারটি বিনোদন কেন্দ্রেও প্রচণ্ড ভিড় লক্ষ্য করা গেছে। 

এছাড়াও রাজধানীর শ্যামপুরে অবস্থিত বুড়িগঙ্গা ইকোপার্কে বেলা বাড়ার সাথে সাথে ভিড় বাড়তে দেখা গেছে। সবুজ বৃক্ষরাজি আর বুড়িগঙ্গা নদী মিলে পার্কটিকে করে তুলেছে নয়নাভিরাম। সেখানে বসে অনেককেই গল্পে মশগুল থাকতে দেখা গেছে।

এ সমস্ত বিনোদন কেন্দ্রগুলোতে নতুন রাইডসহ প্রতিটি রাইড কানায় কানায় ছিল পূর্ণ। বিভিন্ন বয়সীরা উপভোগ করেছেন তাদের পছন্দসই রাইড। নগর জীবনের কোলাহল থেকে একটু বিনোদনের আশায় পরিবারের সদস্যদের নিয়ে অনেকেই ছুটে যান এসব বিনোদন পার্কে।  

এমএইচ/এসি   

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি