ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

রাজশাহীতে সড়ক দুর্ঘটনা, নিহত ৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২২, ১৭ নভেম্বর ২০১৭

রাজশাহীর পবা উপজেলায় বাস পুকুরে পড়ে এক দম্পতিসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জনশুক্রবার দুপুর আড়াইটার দিকে উপজেলার বায়া উত্তরা হিমাগারের সামনে নওগাঁ-রাজশাহী মহাসড়কে হতাহতের ঘটনা ঘটে

নিহতরা হলেন - মোটরসাইকেল-আরোহী শহিদুল ইসলাম (৪৫), তার স্ত্রী শামীমা (৩৫) ও বাসযাত্রী খোরশেদ (৩৫)।

রাজহশাহীর শাহ মুখদুম থানার ওসি জিল্লুর রহমান জানান, বাগমারা থেকে ছেড়ে আসা একটি বাস রাজশাহী যাওয়ার পথে হিমাগারের সামনে দাঁড়িয়ে থাকা খড়িবোঝাই একটি ভটভটিকে ওভারটেক করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটকে ধাক্কা দিয়ে বাসটি পাশের পুকুরে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই মোটরসাইকল আরোহী শহিদুল ও তার স্ত্রীর মৃত্যু হয়। আর হাসপাতালে নেওয়ার পর মারা যান বাসযাত্রী খোরশেদ।

তিনি বলেন, এ দুর্ঘটনায় বাসের আরও ১৪ যাত্রী আহত হন। পরে ফায়ার সার্ভিসকর্মীরা আহতদেরউদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

 

আর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি