ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

রাজ্জাক স্যারের শিল্পী সত্তা অমর: পরীমণি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৪, ২২ আগস্ট ২০১৭

নায়করাজ রাজ্জাকের মৃত্যুতে অন্য সবার মত ব্যথিত হয়েছেন বাংলা চলচ্চিত্রের উদীয়মান নায়িকা পরীমণি। কীভাবে সেই শোক প্রকাশ করবেন তার ভাষাও যেন হারিয়ে ফেলেছেন তিনি।
 
আবেগাপ্লুত কণ্ঠে পরীমণি গণমাধ্যমকে বলেন, রাজ্জাক স্যারের মৃত্যু নেই। মৃত্যু তো কেবল জীবনের সমাপ্তি। তার শিল্পী সত্তা অমর। কোনো শিল্পী কী আসলে মরেন? শিল্পী বেঁচে থাকবেন তার কাজের মাধ্যমে।

পরীমণি বলেন, `শিল্পীর শিল্প স্বত্তা অমর, হাজার-কোটির হৃদয়ে তার অবস্থান। আসলে রাজ্জাক স্যার এতো বড় মাপের শিল্পী, ওনাকে নিয়ে কথা বলার বা লেখার যোগ্যতা আমার নেই।`

 আর তাই নায়করাজের মৃত্যুতে ফেসবুকে তিনি কীভাবে শোক প্রকাশ করবেন, কী লিখবেন সেটা ভেবে পাচ্ছেন না। ফলে এ নিয়ে ফেসবুকে কোনো পোস্টও দেননি তিনি।

যে কোনো মৃত্যু মেনে নিতে পানরন না পরীমণি। এটা ভীষণ বেদনাদায়ক বলেও মন্তব্য করেন পরীমণি।

ক্যারিয়ারের শুরুর দিকে `মন জানে না মনের ঠিকানা` ছবিতে রাজ্জাকের সঙ্গে কাজ করেছিলেন পরীমণি। তার সঙ্গে আরো কাজ করার ইচ্ছে থাকলেও সুযোগ হলো না। সেই স্মৃতি রোমন্থন করে বেশ আফসোসও করলেন পরী।

//এআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি