ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

রাষ্ট্রদ্রোহ মামলায় তারেক রহমানসহ ৪ জনের বিচার শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৯, ২০ নভেম্বর ২০১৭ | আপডেট: ১৫:২৪, ২০ নভেম্বর ২০১৭

তেজগাঁও থানার একটি রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির ভাইস-চেয়ারম্যান তারেক রহমানসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এ মামলার বিচার শুরু হলো। চার্জ গঠন শেষে আগামী ১৫ জানুয়ারি মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন আদালত।

ঢাকার মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা আজ সোমবার তাদের অভিযোগ আমলে নিয়ে এই আদেশ দেন। এর আগে, গত ২৩ অক্টোবর তাঁদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। মামলার আসামিরা হলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান, আবদুস সালাম এবং সাংবাদিক কনক সারওয়ার ও মাহাথীর ফারুকী। তবে আবদুস সালাম ছাড়া বাকিরা পলাতক রয়েছেন।

সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল সাংবাদিকদের বলেন, রাষ্ট্রদ্রোহের অভিযোগে তারেক রহমানসহ চারজনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। অভিযোগ গঠনের সময় সালাম আদালতে হাজির ছিলেন।

এমজে/ এআর

 

 

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি