ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

রায় নিয়ে বিএনপিকে বাড়াবাড়ি না করতে বললেন তোফায়েল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৬, ১৩ আগস্ট ২০১৭

ষোড়শ সংশোধনী বাতিল করে উচ্চ আদালতের দেওয়া রায়ের কিছু পর্যবেক্ষণ দুঃখজনক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ। একই সঙ্গে তিনি বিষয়টি নিয়ে বিএনপি নেতাদের বাড়াবাড়ি না করারও পরামর্শ দিয়েছেন।

রোববার রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বরে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত ‘ইতিহাস কথা কয়` শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী এসব মন্তব্য করেন।

তোফায়েল আহমেদ বলেন, বিএনপি নেতারা এ রায়ের পর সরকারকে পদত্যাগ করার যে আহ্বান জানিয়েছেন, তা কোনোভাবেই যুক্তিসংগত নয়। বিএনপি মনে করে তাদের মনের কথাই এ রায়ের মধ্য দিয়ে এসেছে।

তোফায়েল প্রশ্নও তোলে বলেন, উচ্চ আদালত এর আগেও বিএনপি ও তার নেতাদের নিয়ে নানা পর্যবেক্ষণ দিয়েছে সেসব বিষয়ে তারা কেন মেনে নেয়নি?

বিএনপির মহাসচিবকে উদ্দেশ তিনি বলেন, আপনার যে নেতা (জিয়াউর রহমান) তাঁকেও ক্ষমতা দখলকারী বলা হয়েছে। আপনি উল্লাস করেন কী কারণে? আমরা মনে করি, এটা নিয়ে বাড়াবাড়ি না করাই ভালো।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি