ঢাকা, বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪

রায়ে নওয়াজের জনপ্রিয়তা বেড়েছে : মরিয়ম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৭, ২২ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১১:৩২, ২২ ফেব্রুয়ারি ২০১৮

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে তার দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএলএন) এর প্রধানের পদে অযোগ্য ঘোষণা করে দেওয়া আদালতের রায়ের কঠোর সমালোচনা করেছেন নওয়াজ কন্যা মরিয়ম।

রায় পরবর্তী এক প্রতিক্রিয়ায় মরিয়ম নওয়াজ বলেন, এ রায় নওয়াজ শরীফের জনপ্রিয়তা বাড়ানো ছাড়া আর কিছুই করতে পারেনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক পোস্টে তিনি লেখেন, দলের কর্মীরা তো নওয়াজকেই তাদের নেতা মানেন। এ রায় কী তা বন্ধ করতে পারবে? নিজেই উত্তরে লেখেন, এ রায় নওয়াজ শরীফের জনপ্রিয়তা বাড়ানো ছাড়া আর কিছুই করতে পারেনি।

পৃথক আরেক টুইট বার্তায় দলের নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, সিংহেরা! তোমরা উদ্বিগ্ন হয়ো না।

“আদালতের এই বাড়াবাড়ি নওয়াজ শরীফ এবং পিএমএলএন’কে আরও উচুতে নিয়ে যাবে। মনে রাখবেন, অবিচার যখন তার সীমা অতিক্রম করে তখন তা নিজে থেকেই মুছে যায়”।

রায়ের পর টুইটারে নিজের অ্যাকাউন্টের ছবি পরিবর্তন করে পিতা নওয়াজ শরীফের ছবি দিয়ে লেখেন, “আমিও একজন নওয়াজ। আর আমি জানি কীভাবে সত্যের জন্য লড়াই করতে হয়”।

প্রসঙ্গত, গতকাল বুধবার পাকিস্তানের উচ্চ আদালতের এক বেঞ্চ নওয়াজ শরীফকে তার দল পিএমএলএন এর প্রধান হিসেবে অযোগ্য ঘোষণা করে। এর আগে গত বছর পানামা পেপার কেলেংকারিতে উচ্চ আদালতের এক রায়ে প্রধানমন্ত্রীর পদ হারাতে নওয়াজ শরীফকে।

সূত্রঃ ডন

//এস এইচ এস// এআর  


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি