ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

রিভিউতে পেনাল্টি পেলনা ব্রাজিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৬, ২২ জুন ২০১৮

ব্রাজিল ও কোস্টারিকার মধ্যকার ম্যাচে ব্রাজিল পেনাল্টির সুযোগ পেয়েছিল। কিন্তু কোস্টারিকার রিভিউতে পেনাল্টি হাত ছাড়া হয় ব্রাজিলের। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ম্যাচের ৭৮ মিনিটের মাথায় নেইমারকে কোস্টারিকার গনজালেজ ফাউল করলে রেফারি ব্রাজিলের পক্ষে পেনাল্টি দেয়। এতে কোস্টারিকার খেলোয়ার রিভিউ চায়। পরে রিভিউতে ভিএআর পদ্ধতিতে পেনাল্টিটি হাত ছাড়া হয়ে যায় ব্রাজিলের।  

এদিকে একের পর এক আক্রমন করেও গোলের দেখা পাচ্ছিল না ব্রাজিল। তবে শেষে মুহূর্তে ৯১ ও ৯৭ মিনেটে কোস্টারিকার বিরুদ্ধে দুটি গোল পায় ব্রাজিল। প্রথম গোলটি দেয় ব্রাজিলের কোটিনহো এবং দ্বীতিয় গোলটি দেয় নেইমার।

উল্লেখ্য, ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) পদ্ধতির ব্যবহার করার কথা জানায়। মূলত গোল, পেনাল্টি, ফাউল এবং কে ফাউল করেছে, সেটা সঠিকভাবে খুঁজে বের করার জন্য এই পদ্ধতির ব্যবহার করা হয়। এই পদ্ধতি ব্যবহার করে রেফারি লাল কার্ড দেওয়ার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নিতে পারবেন।

এমএইচ/এসি

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি