ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

রোনালদো হ্যাটট্রিকে উড়ে গেলে গাইরোনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৩, ১৯ মার্চ ২০১৮

শিরোপা-দৌড়ে পিছিয়ে পড়েছে অনেকটাই। লা-লিগাতে একের পর এক পরাজয়ে যখন খেলোয়াড়রা বিদ্ধ তখন এর একটা জবাব দিতেই হয়। তবে সেই জবাবটা যে মাঠেই দিতে হয়। শুধু জবাব-ই নয়, এবার হ্যাটট্রিক করে বুঝিয়ে দিলেন রোনালদো-রোনালদো-ই। আর তার হ্যাটট্রিকেই গাইরোনাকে ৬-৩ গোলে উড়িয়ে দিয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা।

এদিকে গতকালকের হ্যাটট্রিকের মধ্য দিয়ে নিজের হাফ সেঞ্চুরি (৫০তম) হ্যাটট্রিক পূর্ণ করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। রোনালদো ক্যারিশমায় লা-লিগায় নিজেদের তৃতীয় অবস্থানে নিয়ে গেছে রিয়াল মাদ্রিদ। খেলার ১০ মিনিটেই রোনালদোর গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। তবে বেশিক্ষণ নিজেদের লিড ধরে রাখতে পারেনি জিদানের শিষ্যরা। ২১ মিনিটে স্ট্রাইকার তুনাইয়ের গোলে সমতায় ফিরে গাইরোনা।

খেলায় সমতা আসার পরপরই খেলার ধার বাড়ায় রিয়াল। খেলার ৪৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন রোনালদো। এরপর ৬৪ মিনিটে করিম বেনজেমার নেওয়া শট গাইরোনার গোল কিপার ঠেকিয়ে দিলে সেই বল জালে পাঠিয়ে নিজের ৫০তম হ্যাটট্রিক পূর্ণ করেন পর্তুগালের এই স্ট্রাইকার। এতেই থেমে থাকেননি রোনালদো। ৯১ মিনিটে গাইরোনার জালে বল পাঠিয়ে এদিনে চার গোল করেন রোনালদো। এদিকে রোনালদোর হ্যাটট্রিকের দিনে জোড়া গেল করেছেন গাইরোনার স্ট্রাইকার তুনাঈ।

রোনালদোর ৪ গোল ছাড়াও এদিন গাইরোনার বিপক্ষে গোল পেয়েছেন ওয়েলসের সেরা স্ট্রাইকার গ্যারেথ বেল, ভ্যাজকুয়েজ। এদিকে পুরো খেলাতেই অধিপত্য দেখিয়েছে জিদান শিষ্যরা। বলের ৬৫ শতাংশ নিয়ন্ত্রণ নিজেদের পায়ে রেখেছে রিয়াল খেলোয়াড়রা। এ ছাড়া গারোইনার জাল লক্ষ্য করে ১৪টি শট নিয়েছেন রিয়াল স্ট্রাইকাররা। অন্যদিকে গারোইনা নিয়েছে মাত্র ৬টি শট।

সূত্র: বিবিসি
এমজে/

 

 

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি