ঢাকা, বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪

রোনালদোর গোলেই মরক্কোর বিদায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২২, ২০ জুন ২০১৮ | আপডেট: ২২:২৫, ২০ জুন ২০১৮

মরক্কোর বিদায়ঘণ্টা কে বাজিয়ে দিল। কেউ বলবেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আবার কেউ বলবেন মরক্কোর ফুটবলাররা নিজেরাই নিজেদের বিদায় ঘন্টা বাজিয়ে দিয়েছেন। এভাবে একের পর এক গোলের সুযোগ মিস করলে তো মরক্কোকেই দোষ দিতে হবে।

প্রথম দল হিসেবে মরক্কো যে বিশ্বকাপ থেকে বিদায় নিল, সেটা তো রোনালদোর কারণেই। ৪ মিনিটে রোনালদোর এনে দেওয়া লিড ধরে রেখে ম্যাচ বের করে নিয়েছে পর্তুগাল। আর ১-০ ব্যবধানে হেরে এক ম্যাচ হাতে রেখেই ২০ বছর পর বিশ্বকাপে প্রত্যাবর্তন পর্ব শেষ হলো মরক্কোর। এর আগের ম্যাচে রোনালদোর হ্যাটট্রিকে স্পেনের সঙ্গে ড্র করে পর্তুগাল।

পুরো ম্যাচজুড়েই মরক্কোর ফুটবলারদের আধিপত্য দেখেছে ফুটবলপ্রেমীরা। তবে ফুটবলে আধিপত্য কে দেখিয়েছে সেটি বড় নয়, দিন শেষে কার জালে কে কতটা বল পাটিয়েছে এটাই মুখ্য। আর পর্তুগাল এদিন বাজে খেললেও ক্রিশ্চিয়ানো রোনালদো ঠিকই ম্যাচ বের করে এনেছেন অনবদ্য এক গোল দিয়ে।

এমজে/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি