ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

রোহিঙ্গা ক্যাম্পে মাসে দুই হাজার শিশুর জন্ম [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:১০, ১৪ জুলাই ২০১৮

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে প্রতি মাসে জন্ম নিচ্ছে প্রায় দুই হাজার শিশু। এর মধ্যে ৭০ শতাংশই ক্যাম্পে প্রসব হওয়ায়, মা ও শিশুরা রয়েছে স্বাস্থ্য ঝুঁকিতে।

তবে গর্ভবতী ও প্রসব পরবর্তী নারীর চিকিৎসা এবং নবজাতকদের পরিচর্যায় সরকারের পাশাপাশি কাজ করছে বিভিন্ন সংস্থা।

গত দশ মাসে কক্সবাজারে আশ্রয় নিয়েছে ৭ লাখের বেশি রোহিঙ্গা। আগে থেকে আশ্রয় নেওয়াসহ বাংলাদেশে এখন রোহিঙ্গার সংখ্যা প্রায় ১১ লাখ। বিভিন্ন সংস্থার তথ্যমতে, ক্যাম্পগুলোতে প্রতি মাসে প্রায় দুই হাজার শিশু জন্ম নিচ্ছে। উখিয়া ও টেকনাফ ক্যাম্পে গর্ভবতী নারীর সংখ্যা ২৫ থেকে ৩০ হাজার।

গত বছরের ২৬ আগষ্ট থেকে এ’ পর্যন্ত ১৮ হাজারের বেশি শিশুর মধ্যে ৭০ শতাংশেরই জন্ম হয়েছে ক্যাম্পে। এখানকার মা ও শিশুরা রয়েছে স্বাস্থ্যঝুঁকিতে।

ক্যাম্পে সেবা প্রদান কঠিন হলেও গর্ভবতী নারী ও শিশুদের নিয়ে সরকারের পাশাপাশি কাজ করছে দেশী-বিদেশী বিভিন্ন সংস্থা।

 

গর্ভবতী ও প্রসব পরবর্তী নারীর চিকিৎসা এবং নবজাতকদের পরিচর্যায় নানা উদ্যোগ নেয়ার কথা জানান সিভিল সার্জন।

বাংলাদেশে জন্ম নেয়া এ’সব শিশুর ভবিষ্যত কি হবে, তা নিয়েও শঙ্কিত স্থানীয়রা।

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি