ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

রোহিঙ্গা গ্রাম পরিদর্শন গণমাধ্যম কর্মীদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৮, ৪ জুলাই ২০১৮

জাতিসংঘের তদন্তকারী দল মিয়ানমারের রাখাইনের গ্রামগুলো পরিদর্শনের অনুমতি না পেলেও বেশ কয়েকজন বিদেশী সাংবাদিক এলাকাটি পরিদর্শন করেছেন। 

গতকাল রাখাইনের গ্রামগুলো ঘুরে তারা রোহিঙ্গা নিপীড়নের নিদর্শন পেয়েছেন।

এর আগে, মিয়ানমারের রাখাইন রাজ্যে কয়েক হাজার রোহিঙ্গার প্রাণহানিকে গণহত্যা হিসেবে মন্তব্য করে জাতিসংঘ। প্রাণ বাঁচাতে সাত লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়।

অপরদিকে, সম্প্রতি কক্সবাজারের কুতুপালং শরণার্থী শিবির ঘুরে দেখেন জাতিসংঘের মহাসচিব আন্টোনিও গুতেরেস এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম।

/ এআর /


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি