ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে অভিনয় শিল্পীদের মানববন্ধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৪, ১৮ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১৮:৫৭, ১৮ সেপ্টেম্বর ২০১৭

মিয়ানমারের রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গাদের উপর নির্যাতন, হত্যা এবং তাদের বসতবাড়িতে অগ্নিসংযোগ করে দেশত্যাগে বাধ্য করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিবার। আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

চলচ্চিত্রশিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান বলেন, সকাল ১১টায় রাখাইন রাজ্যের রোহিঙ্গাদের নির্যাতনের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে হাজির হন চলচ্চিত্র পরিবার ও চলচ্চিত্র অভিনয়শিল্পীরা। মানবতার কল্যাণে এই মানববন্ধনের আয়োজন করা হয় এবং এ প্রতিবাদে অনেকেই একাত্বতা প্রকাশ করেছে।

চলচ্চিত্র পরিবারের ১৮ সংগঠনের সকল শিল্পী-কলাকুশলীরা সেখানে উপস্থিত হন। অভিনয়শিল্পীদের মধ্যে ছিলেন চলচ্চিত্রশিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, অভিনেতা ফারুক, ফেরদৌস, রুবেল, আমিন খান, রিয়াজ, আমজাদ হোসেনসহ অনেকে।   প্রতিবাদ সমাবেশে মিয়ানমারের সেনা অভিযানে রোহিঙ্গাদের উপর নির্মম নির্যাতন বন্ধের আহবান জানান শিল্পীরা। মানববন্ধনে অভিনয় শিল্পীদের বক্তব্যে সংখ্যালঘু রোহিঙ্গাদের অমানবিক জীবনের চিত্র তুলে ধরা হয়।  

আরকে/ডব্লিউএন


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি