ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

রোহিঙ্গা সংকট ও এর দীর্ঘমেয়াদী প্রভাব (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৬, ৬ মে ২০১৮

মুসলিম দেশগুলোর ঐক্যবদ্ধ প্রচেষ্টাই রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া সহজ ও দ্রুত করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাই এবারের ওআইসির সম্মেলনকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন তারা। এছাড়া রোহিঙ্গা সংকট ও এর দীর্ঘমেয়াদী প্রভাব সম্পর্কে মুসলিম বিশ্বের নেতৃবৃন্দকে যথাযথভাবে অবহিত করারও তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা।

এবারের ওআইসির ৪৫তম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনের অন্যতম প্রধান বিষয় রোহিঙ্গা সংকট। সবাই চাইছেন জাতিগত নিধনের শিকার এসব মানুষের নিরাপদ প্রত্যাবাসন।

এরইমধ্যে কক্সবাজারের কতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ওআইসির প্রতিনিধি দল। প্রত্যাবাসনের বিষয়ে জাতিসংঘের সাথে কাজ করার কথাও জানিয়েছেন তারা।

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, রোহিঙ্গা সংকট সমাধানে এবারের ওআইসি সম্মেলন ইতিবাচক ফলাফল বয়ে আনবে।

আর সকল স্বার্থ ভুলে ভাতৃত্ববোধ জাগ্রত করতে মুসলিম নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন এই ইসলামি চিন্তাবিদ।

বৈশ্বিক চক্রান্তের হাত থেকে মুসলমানদের রক্ষায় ওআইসিকে জোরালো ভুমিকা রাখারও আহবান জানান তিনি।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি