ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

রোহিঙ্গা সংকট সমাধানে যৌথভাবে কাজ করতে হবে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৮, ১১ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৪:৩৭, ১১ ডিসেম্বর ২০১৭

রোহিঙ্গা সংকট সমাধানে ১৯৫১ সালের রিফিউজি কনভেনশনে সমর্থন দিয়ে তাদের অধিকার নিশ্চিত করতে যৌথভাবে কাজ করতে হবে বলে অভিমত ব্যক্ত করেছেন বক্তারা।

সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে রোহিঙ্গাদের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ফ্যাক্ট মিশন আয়োজিত এক সেমিনারে বক্তারা একথা বলেন।

সেমিনারে বক্তব্য দেন মানবাধিকার কর্মী সুলতানা কামাল, সাংবাদিক ভারত ভূষণ, আইনজীবী সারা হোসেন, মানবাধিকার কর্মী রাজেন্দ্র ঘিমিরি প্রমুখ।

সুলতানা কামাল বলেন, অধিকাংশ রোহিঙ্গা তাদের ভূমিতে ফিরে যেতে চায়। কিন্তু ফেরার আগে তাদের নাগরিক সুবিধা নিশ্চিত করতে হবে।

রোহিঙ্গাদের স্বার্থ নিশ্চিত করতে দক্ষিণ এশিয়ায় সুশীল সমাজ ও তাদের সংগঠন, সরকারি-বেরসকারি সংস্থাসমূহকে আরও সোচ্চার হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, বাংলাদেশের সরকার ও জনগণকে সহযোগিতার হাত আরও বাড়াতে হবে।

/ এআর /


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি