ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

রোহিঙ্গাদের দেখতে আসছেন জর্ডানের রানী রানিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৭, ২০ অক্টোবর ২০১৭

মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনীর নির্যাতন ও গণহত্যার মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের দেখতে আসছেন জর্ডানের রানী রানিয়া আল আবদুল্লাহ।

আগামী সপ্তাহে তার বাংলাদেশে আসার কথা রয়েছে। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

রানিয়া বিশেষ ফ্লাইটে তিনি ঢাকা হয়ে সরাসরি কক্সবাজার যাবেন। সেখানে তিনি রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুদের সঙ্গে কথা বলবেন।

মানবতার কল্যাণে বৈশ্বিকভাবে সামজিক কার্যক্রম পরিচালনাকারী রানী রানিয়ার কক্সবাজার সফর রোহিঙ্গা ইস্যুতে জনমত সৃষ্টি বিশেষ করে ইস্যুটির ‘সংবেদনশীলতা’ বাড়বে বলে মনে করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে গত ৭ সেপ্টেম্বর তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এরদোয়ান কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করতে বাংলাদেশে এসেছিলেন।

গত ২৪ আগস্ট রাতে পুলিশ ও সেনাদের ৩০টি চৌকিতে হামলার ঘটনায় বিদ্রোহী দমনের নামে রাখাইনে নৃসংশতা শুরু করে মিয়ানমার সেনাবাহিনী। পরদিন থেকে এ পর্যন্ত প্রায় ৬ লাখ রোহিঙ্গা শরণার্থী নতুন করে বাংলাদেশে পালিয়ে অাশ্রয় নিয়েছে।

ডব্লিউএন


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি