ঢাকা, বুধবার   ১৭ এপ্রিল ২০২৪

রোহিঙ্গাদের দ্রুত ফিরিয়ে নিন : প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৫, ২৩ নভেম্বর ২০১৭ | আপডেট: ১৭:০৬, ২৩ নভেম্বর ২০১৭

রাখাইন রাজ্যে সেনাবাহিনীর নির্যাতনে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীকে দ্রুত ফিরিয়ে নিতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একইসঙ্গে মিয়ানমারকে রাজি করাতে তাদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা চালিয়ে যাওয়ার কথাও বলেছেন তিনি

আজ বৃহস্পতিবার সাভার সেনানিবাসে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। সেনানিবাসে কম্বাইনড মিলিটারি পুলিশ সেন্টার অ্যান্ড স্কুল উদ্বোধন করতে সেখানে যান তিনি।

রোহিঙ্গাদের বাংলাদেশের জন্য বোঝা আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রতিবেশী দেশ মিয়ানমার সেখান থেকে ছয় থেকে সাত লাখের মতো শরণার্থী আমাদের দেশে আশ্রয় নিয়েছে। মানবিক কারণেই আমরা তাদের আশ্রয় দিয়েছি। মিয়ানমারের সঙ্গে আমরা দ্বিপাক্ষিক আলোচনা চালাচ্ছি। যাতে এই মানুষগুলি তাদের স্বদেশে ফিরে যেতে পারে।

রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ বিতরণ, শরণার্থী শিবিরে নিরাপত্তা ও খাদ্য সরবরাহ নিশ্চিত করতে সশস্ত্র বাহিনী, বেসামরিক প্রশাসন, বিজিবি, র‌্যাব পুলিশ এবং সাধারণ জনগণের ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, `স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও সংসদ সদস্যরা সবাই আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। এই সমস্যা সমাধানের জন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছি। জাতিসংঘে দেয়া ভাষণেও আমি পাঁচ দফা দাবি উপস্থাপন করেছি।`

রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণে সক্ষম হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, `আজকে সমগ্র বিশ্ববাসী আমাদের পাশে দাঁড়িয়েছে। তারা রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে।`

 

//ডিডি// এআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি