ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

শরণার্থী ইস্যুতে সরব ইভাঙ্কা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৪, ৪ আগস্ট ২০১৮

শরণার্থী ইস্যুতে সরব হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্প। একদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শরণার্থী ইস্যুতে কঠোর হলেও তার কন্যা ইভাঙ্কা তাদের জন্য লড়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন।

অভিবাসন নিয়ন্ত্রণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘জ়িরো টলারেন্স’ নীতি কার্যকর হওয়ার পরে ব্যাপক সমালোচনা শুরু হয় বিশ্ব জুড়ে। চাপের মুখে সে নীতি থেকে সরে আসতে বাধ্য হন ট্রাম্প। পরিবারের সঙ্গে শরণার্থী শিশুকে রাখার জন্য সই করেন এক প্রশাসনিক নির্দেশে। শরণার্থী শিশুদের বাবা-মায়ের কাছে ফেরাতে গত সপ্তাহে আদালতের দেওয়া সময়সীমা ফুরিয়েছে। তা সত্ত্বেও প্রতি তিন জন শিশুতে এক জন এখনও বাবা-মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন রয়েছেন।

শিশুদের সেই যন্ত্রণা বোঝেন ইভাঙ্কা। এমন দাবি করে তাঁর মন্তব্য, ‘‘আমি একজন অভিবাসীর মেয়ে। আমার মা কমিউনিস্ট চেক প্রজাতন্ত্রে বড় হয়েছিলেন। কিন্তু আমেরিকা আইন মেনে চলে। আমার মা এ দেশে বৈধভাবে ঢুকতে পেরেছিলেন। এ দেশে এখন কোনও শিশু ঢোকার পরে আমাদের অসম্ভব সতর্ক থাকতে হয়। ওরা যেন পাচার না হয়ে যায়।’’

এমজে/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি