ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

শাটল ট্রেন কেড়ে নিল চবি শিক্ষার্থীর দুই পা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩০, ৮ আগস্ট ২০১৮ | আপডেট: ১১:৩২, ৮ আগস্ট ২০১৮

হু্ইসেল বাজিয়ে ট্রেন আসছে ছুটে। দ্রুতগতির ট্রেনের গতি কমছে ধীরে ধীরে। এরইমধ্যে ঝটলা ঠেলে উঠতে হবে ট্রেনে। ভিড় ঠেলে কোনো রকমে এগিয়েছিলেনও চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রবিউল আলম। এক পাশে শিক্ষার্থীদের ভীড় বেশি হওয়ায় যেতে চেয়েছিলেন অন্য পাশে। এরইমধ্যে ট্রেন ছুটছে, তিনিও ছুটছেন অপরপাশে যাওয়ার জন্য। তবে ট্রেনের গতির সঙ্গে পারলেন না আর। রেললাইন ক্রস হওয়ার সময় তার দুটি পা-ই চলে যায় ট্রেনের নিচে। এতে ঘটনাস্থলেই বিচ্ছিন হয় তার দুই পা।

ঘটনাটি ঘটেছে আজ বুধবার সকাল ৮টা ২০ মিনিটের দিকে। চট্টগ্রাম নগরীর ষোলশহর স্টেশনে বিশ্ববিদ্যালয়গামী ট্রেনের নিচে পড়ে পা হারান সমাজতত্ত্ব বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী রবিউল। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে(চমেক) ভর্তি করা হয়েছে। এ বিষয়ে মেডিকেলের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির হোসেন জানান, একজন শিক্ষার্থী রেল লাইন ক্রস করার সময় ট্রেনে কাটা পড়ে দুই পা হারিয়েছেন।

এদিকে শিক্ষার্থীরা জানিয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে প্রায়ই এ ধরণের দুর্ঘটনা ঘটে থাকে। দুর্ঘটনা ঘটার কারণ হিসেবে শিক্ষার্থীরা জানায়, শাটল ট্রেনের বগি সংকটের কারণে শিক্ষার্থীদের গাদাগাদি করে ট্রেনে চড়তে হয়। শিক্ষার্থীরা বারবার ট্রেনে বগির সংখ্যা বাড়ানোর দাবি জানিয়ে আসলেও প্রশাসন এ ব্যাপারে তেমন কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ তাদের।

এমজে/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি