ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

শিক্ষার্থী-সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ইইউর উদ্বেগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০১, ৭ আগস্ট ২০১৮ | আপডেট: ১৪:০১, ৭ আগস্ট ২০১৮

আন্দোলনকারী শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। একই সঙ্গে এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানানো হয়েছে।

ইইউ ও ঢাকায় নিযুক্ত ইইউ প্রতিনিধিদের এক যৌথ বিবৃতিতে বলা হয়, ‘সহিংসতার ঘটনা, সাংবাদিক, আন্দোলনকারী বা অন্যদের ওপর হামলা বন্ধ করতে হবে। এসব ঘটনার অবশ্যই তদন্ত করতে হবে এবং অপরাধীদের জবাবদিহিতার ব্যবস্থা করতে হবে।’

যৌথ বিবৃতিতে ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক, ড্যানিশ রাষ্ট্রদূত মিকায়েল হেমনিটি উইন্টার, স্পেনের রাষ্ট্রদূত ডি আলভারো দ্য সালাস গিমেনেজ ডি আজকারেট, ফ্রান্সের দূত জিন-পিয়েয়ে পোনসেট, ইতালি দূত গিউসেপ সেমেঞ্জা, জার্মানির দূত মাইকেল শ্যুথেস, সুইডেনের দূত এন্ডার্স ওহরস্ট্রম, নেদারল্যান্ডের দূত জেরোয়েন স্টিঘস এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি কনস্ট্যান্টিনোস ভার্ডাকিস স্বাক্ষর করেছেন।

এমজে/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি