ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

শিক্ষার্থীদের মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ে মেডিটেশনে : গবেষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৭, ১৮ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১২:৪৮, ১৮ ফেব্রুয়ারি ২০১৮

মানসিক অবসাদ ও অস্থিরতা দূর করে মেডিটেশন। সেই সঙ্গে এটি শিক্ষার্থীদের মস্তিস্কের কার্যক্ষমতা বাড়িয়ে তোলে কয়েকগুণ। এ সংক্রান্ত গবেষণা সম্প্রতি জার্নাল অফ সাইকোলজিতে ছাপা হয়েছে।

গবেষকরা বলছেন, এটেনশন ডেফিসিট হাইপার-এক্টিভিটি ডিস-অর্ডার হচ্ছে এক ধরনের মানসিক সমস্যা, যা শিক্ষার্থীদের মধ্যে বেশ দেখা যায়। এক্ষেত্রে তাদের মধ্যে এত বেশি মাত্রায় সিরিয়াসনেস কাজ করে যে, কোনো একটা বিশেষ কাজে তারা মন দিতে পারে না। ফলাফল হলো শুধুই অস্থিরতা।

যাদের এ ধরনের সমস্যা আছে, তাদের জন্য মস্তিস্কের কর্মক্ষমতা এবং মনোযোগ বাড়াতে মেডিটেশন খুবই ভালো একটি প্রক্রিয়া। জার্নাল অফ সাইকোলজিতে এ নিয়ে গত বছরে দারুন একটা লেখা ছাপা হয়েছে।

মাধ্যমিক স্কুলের কিছু শিক্ষার্থীর ওপর গবেষণাটি পরিচালনা করা হয়। সেখানে তাদের তিন মাস প্রতিদিন দুই বেলা মেডিটেশন করতে বলা হয়েছে। তিন মাস পরে দেখা গেল, মানসিক চাপ, দুশ্চিন্তা এবং এই মানসিক রোগের উপসর্গ প্রায় ৫০ শতাংশ কমে গেছে। গবেষকরা আরও দেখেছেন, মেডিটেশন মস্তিষ্কের কর্মক্ষমতা এবং দক্ষতা বহুগুণে বাড়িয়েছে।

/ এআর /


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি