ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

শিগগিরই প্রধান বিচারপতি নিয়োগ : আইনমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৯, ২৩ নভেম্বর ২০১৭ | আপডেট: ১২:২৪, ২৪ নভেম্বর ২০১৭

প্রধান বিচারপতির পদ বেশিদিন খালি থাকবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক তিনি বলেন, রাষ্ট্রপতি শিগগিরই প্রধান বিচারপতির নিয়োগ দেবেন। দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি আপিল বিভাগের বিচারপতিদের শপথ পড়াতে পারবেন বলেও জানান তিনি

বৃহস্পতিবার সকালে বিচারকদের সঙ্গে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।

আনিসুল হক বলেন, প্রধান বিচারপতিকে নিয়োগ দেওয়ার একমাত্র ক্ষমতা হচ্ছে রাষ্ট্রপতির। রাষ্ট্রপতি যখন নিয়োগ দেবেন, তখনই প্রধান বিচারপতি নিয়োগপ্রাপ্ত হবেন। তিনি বলেন, প্রধান বিচারপতি নিয়োগপ্রাপ্ত  না হওয়া পর্যন্ত অস্থায়ী প্রধান বিচারপতিই সব রকম কাজ চালিয়ে যাবেন।

গত ১০ নভেম্বর তৎকালীন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা পদত্যাগ করেন। তাঁর পরিবর্তে মো. আবদুল ওয়াহহাব মিঞাকে অস্থায়ী প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ দেন রাষ্ট্রপতি।

 

আর

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি