ঢাকা, মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪

শুরু হয়েছে শাহজালালের ফ্লাইট অপারেশন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৬, ১১ আগস্ট ২০১৭ | আপডেট: ২২:২৫, ১১ আগস্ট ২০১৭

আগুন নিয়ন্ত্রণের পর হযরত শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট অপারেশন কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার বিকেল পাঁচটা থেকে এ কার্যক্রম শুরু হয়। এখন চেকইন চলছে। তবে এখনও কোনো ফ্লাইট শাহজালাল ছেড়ে যায়নি। এয়ারপোর্ট সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে।

শুক্রবার দুপুর ১টা ৩৭ মিনিটে বিমানবন্দরের মূল ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ২ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনা তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এদিকে এ ঘটনায় মোট ছয়টি ফ্লাইট বন্ধ রয়েছে। ঢাকা থেকে দেশের অভ্যন্তরে ও বিদেশে এসব ফ্লাইট আজ এ সময়ের মধ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। যার মধ্যে হজ ফ্লাইটও রয়েছে। এসব ফ্লাইটের মোট পাঁচ শতাধিক যাত্রী এখন বিমানবন্দরে আটকা রয়েছেন।

জানা গেছে, পূর্ব নির্ধারিত সিডিউল অনুযায়ী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৯ জন যাত্রী নিয়ে সন্ধ্যা সোয়া ৭টায় বাংলাদেশ বিমানের একটি হজ ফ্লাইট ছেড়ে যাবে।

আরকে/ডব্লিউএন


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি