ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

শোয়ার্জনেগারের হার্টে সার্জারি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৬, ৩১ মার্চ ২০১৮

হার্ট সার্জারি হয়েছে হলিউড তারকা আর্নল্ড শোয়ার্জনেগারের। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে সিডার্স-সিনাই হাসপাতালে গত ২৯ মার্চ এই অস্ত্রোপচার সম্পন্ন হয়।

জানা গেছে, শোয়ার্জনেগারের অবস্থা এখন স্থিতিশীল। অস্ত্রোপচারটি মূলত অস্ট্রিয়ান-আমেরিকান এই তারকার শরীরের ক্যাথিটার ভালভ প্রতিস্থাপনের পূর্বনির্ধারিত প্রক্রিয়ার অংশ। ত্রুটিপূর্ণ ভালভ পুনরুদ্ধারের জন্য ১৯৯৭ সালে প্রথমবার এই পদ্ধতি স্থাপন করা হয় তার শরীরে। 

৭০ বছর বয়সী শোয়ার্জনেগার ক্যালিফোর্নিয়ার সাবেক গভর্নর। তার মুখপাত্র ড্যানিয়েল কেচেল বলেছেন, ‘প্রতিস্থাপন করা ভালভটি স্থায়ী নয়। তবে আপাতত আমাদের নতুন প্রক্রিয়াটি সফল।’  

‘টার্মিনেটর, ‘কোনান দ্য বারবারিয়ান, ‘কমান্ডো সিনেমাগুলোর সুবাদে শোয়ার্জনেগার পরিচিত ছিলেন শক্তিশালী নায়ক। ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত দু’বার ক্যালিফোর্নিয়ার গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপর ‘দ্য এক্সপেন্ডেবলস’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফেরেন। পরিবেশের উন্নয়নে অবদান রাখায় গত বছর ফ্রান্সের সবচেয়ে মর্যাদাসম্পন্ন ‘নাইট অব দ্য লিজিয়ন অব অনার’ পদকে ভূষিত হয়েছেন তিনি।

সূত্র : রয়টার্স

এসএ/এসি  


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি