ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

সচেতনতার মাধ্যমে সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব: অর্থমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩৯, ৯ জানুয়ারি ২০১৮ | আপডেট: ০০:০৩, ১০ জানুয়ারি ২০১৮

সচেতনতার মাধ্যমে সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) এর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত আলোচনা ও সড়ক দুর্ঘটনায় পঙ্গুদের মাঝে ‘কৃত্রিম পা’ প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

নিসচা’র ভাইস চেয়ারম্যান সৈয়দ এহসান উল কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। বিশেষ অতিথি ছিলেন সিআরপি’র প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী ভেলোরী এ. টেইলর।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)- এর কার্যক্রম প্রশংসনীয়। দীর্ঘ ২৪ বছর যাবত সড়ক দুর্ঘটনা রোধে নিরাপদ সড়ক চাই নিসচা প্রশংসনীয় কার্যক্রম করে আসছে’। জন সচেতনতার মাধ্যমে সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব উল্লেখ করে অর্থমন্ত্রী সবাইকে সচেতন হওয়ার আহবান জানান।

এসময় সড়ক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে প্রস্তাব পাশ করা হয়।

 

আর/টিকে


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি